
গোল করা তার কাছে মুড়ি-মুড়কির ব্যাপার। যেন অনেকটা ছেলের হাতের মোয়া। গোল মেশিন আর্লিং হাল্যান্ড সেটা প্রমাণ করে যাচ্ছেন। গোল আর হাল্যান্ড যেন মিলে একাকার! মাঠে নামলেই গোল না করলে যেন চলেই না তার। ম্যানচেস্টার সিটির এ নরওয়েজিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে পেয়েছেন ২৪ গোলের দেখা।